ভোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0
304

স্টাপ রিপোর্টার/ভোলা  নিউজ ২৪ ডট নেট :
‘‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’’ এ শ্লো গান নিয়ে ভোলা বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে আজ বুধবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য এক র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুর রহমান আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, সহকারী পুলিশ সুপার সাব্বির হোসেন, জেলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার দেশের শহর থেকে শুরু করে চর অঞ্চলে জনসংখ্যা বিষয়ে কাজ করে যাচ্ছে। তবে এখনো দেশের অনেক মানুষ রয়েছে যারা জনসংখ্যার বিষয়ে সচেতন নয়। তাদের সচেতন করতে হবে। যখন সবাই জনসংখ্যা সম্পর্কে সচেতন হবে তখন দেশে অর্থনৈতিক মান আরো উন্নয়ন হবে। বাংলাদেশের আরো উন্নয়ন হবে

LEAVE A REPLY